ব্রাহ্মণবাড়িয়ায় চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি
পুরনো সকল গ্লানি মুছে বাংলা নববর্ষ ‘১৪২৩’কে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা।
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্যপণ্য ‘ফ্রুটিক্স’ ম্যাংগো ড্রিংকের সহযোগীতায় শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলাকে কেন্দ্র করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে চলছে শেষ নানান কর্মযজ্ঞ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৪টায় বৈশাখী মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
বৈশাখী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এ পি মহসিন জাগো নিউজকে জানান, বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রতিদিন মেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়া মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৩টি স্টল থাকছে বলেও জানান তিনি।
প্রাণ-আরএফএল গ্রুপের ইভেন্ট সুপারভাইজার সম্রাট দাস জাগো নিউজকে জানান, মেলায় প্রাণ-আরএফএল গ্রুপের ছয়টি স্টল থাকবে। এর মধ্যে ‘ফ্রুটিক্স’ ম্যাংগো ড্রিংকের একটি, আরএফএল প্লাস্টিকের দুইটি, দুরন্ত বাইসাইকেলের একটি, টপার প্রেশার কুকারের একটি এবং ভিশন ইলেক্ট্রনিক্সের একটি স্টল থাকবে।
মেলায় আগত দর্শণার্থীদের জন্য প্রতিটি স্টলে শুভেচ্ছা উপহার এবং পণ্যের উপর বিশেষ ছাড় থাকবে বলেও জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস