হাসপাতাল থেকে চুরি হওয়ার ৮ দিন পর নবজাতক উদ্ধার
পাবনার একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার আটদিন পর এক নবজাতককে উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।
র্যাব-১২ (সিপিসি-২) পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর এহতেশামুল হক খান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ মে পাবনা শহরের স্টার হাসপাতালে শিশুটির জন্ম হয়। ওইদিনই শিশুটি সেখান থেকে চুরি হয়ে গিয়েছিল। তার মায়ের নাম লতা খাতুন। বাবা রাসেল আহম্মেদ। তারা ফরিদপুর উপজেলার থানাপাড়া এলাকার বাসিন্দা।
পাবনা সদর উপজেলার কিসমত প্রতাপপুর এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়। তবে কার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে তা জানায়নি র্যাব।
আমিন ইসলাম জুয়েল/এসআর/জিকেএস