ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অনুমোদনহীন ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৯ মে ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ীতে অনুমোদনহীন একটি ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১৯ মে) দুপুরে উপজেলার সদরের দুবলাগাড়ি গ্রামে আনিছুর রহমানের মালিকানাধীন মেসার্স সোহাগ তাসনিম (এসটিবি) ব্রিকসে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বলেন, অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানে অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটা পরিচালনার স্বপক্ষে কোনো অনুমোদনপত্র দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। এ কারণে চার লাখ টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে।

এনআইবি/জিকেএস