কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু
কুমিল্লার লাকসামে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লাকসাম পৌরসভার রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহি (৩) ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকার বাসিন্দা সামসুর রহমান (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা ঘরে নাস্তা করছিলেন। এসময় সবার অজান্তে ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে মাহি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা দেখতে পেয়ে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় মো. সামসুর রহমান সকাল পৌনে ৯টায় অটোরিকশার ব্যাটারি চার্জ শেষে সংযোগ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, পৃথক ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান