বগুড়ায় জামায়াত নেতাসহ ৬৩ জন গ্রেফতার
বগুড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের তিন দায়িত্বশীল নেতাসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অনেকের কাছ থেকে মাদকদব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া জামায়াত নেতারা হলেন, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর মনসুর আলী মন্ডল, সেক্রেটারি মতিউর রহমান এবং বগুড়া সদর থানার নায়েবে আমীর সুলতান আলী।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) উজ্জ্বল কুমার রায় জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক, নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টভূক্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি