কুমিল্লায় গাছচাপায় মাটিকাটা শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে মাটি কাটার সময় গাছচাপায় আবুল কাশেম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির মন্তলী গ্রামের মাহাবুবুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রায়পান্ডলিয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, মন্তলী গ্রামে মাহাবুবুল হকের বাড়িতে মাটি কাটার কাজ নেন আবুল কাশেম এক শ্রমিক। কাটি কাটার এক পর্যায়ে দুপুরের দিকে গর্তের পাড়ে একটি গাছের গোড়ার মাটি সরাতে গেলে গাছটি পড়ে গিয়ে আবুল কাশেমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা ময়মনসিংহ থেকে রওনা করেছেন। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জাহিদ পাটোয়ারী/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান