ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাপের কামড়ে মৃত্যু

প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুঁক, এরপর নেওয়া হয় হাসপাতালে

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২৮ জুন ২০২৪

বিষধর সাপের কামড়ে মো. ইসমাইল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনীর সোনাগাজী উপজেলার সাহাভিকারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. শাহীন বলেন, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কারামতিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় পথে একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। তিনি রশি দিয়ে ক্ষতস্থানের ওপরে বেঁধে বাড়ি আসেন। প্রথমে বাড়িতে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা না দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাবা।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন:

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে। এরপরও স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী আনার পর কেন ভ্যাকসিন দেওয়া হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ বলেন, বিষধর সাপের ছোবলে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস