সাপের কামড় থেকে রক্ষা পাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৭ জুন ২০২৪

জুন-জুলাই মাসে সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। অন্য সময়ে লোকালয়ে কম হলেও বর্ষায় চারদিকে পানি থাকায় সাপের দেখা মেলে বেশি। এ জন্য এ সময় প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর খবর পাওয়া যায়।

তাই জেনে রাখা জরুরি, সাপের কামড় থেকে রক্ষা পাবেন যেভাবে-

১. বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন। শোয়ার ঘরের সঙ্গে খাদ্যসামগ্রী, যেমন- ধান, চাল, হাঁস, মুরগি বা কবুতর না রাখা ভালো।

২. খাটের ওপর মশারি ব্যবহার করে ঘুমাতে হবে। মেঝেতে ঘুমানো যাবে না। রাতে মাচায় শোয়ার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

৩. ঘাসের মধ্যে কিংবা ঝোপঝাড়ের ভেতর খুব সাবধানে হাঁটতে হবে। প্রয়োজনে লম্বা জুতো কিংবা বুট জুতো পড়ুন।

৪. রাতে বের হলে আলো-লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করুন।

৫. গর্তের মধ্যে হাত কিংবা পা দেবেন না। স্তূপ করা লাকড়ি অথবা খড় খুব সাবধানে নাড়াচাড়া করুন।

৬. মাছ ধরার ‘চাই’ বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কি না দেখে নিতে হবে।

সূত্র: স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর।

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।