বিজয়নগরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুই পক্ষের সংঘর্ষে স্বচ্ছল মিয়া (২৮) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত স্বচ্ছল মিয়া বিজয়নগর উজেলার পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী মনিপুর গ্রামের বাসিন্দা তাজু মিয়ার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ এপ্রিল সকাল ৮টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফারুক মিয়ার ছোট ভাই স্বচ্ছল মিয়াসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্বচ্ছল মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়। পরে শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর