ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ঝিনাইদহের ৮ ইউপি

প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৯ এপ্রিল ২০১৬

ঝিনাইদহ সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ই মে। এ উপলক্ষে হাটে-মাঠে-ঘাটে সর্বত্রই চলছে নির্বাচনী আমেজ। প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আর সেই সঙ্গে পোস্টারে-ব্যানারে ছেয়ে গেছে ঝিনাইদহ সদর উপজেলার ৮টি ইউপি।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৪র্থ দফায় ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এর মধ্যে সীমানা জটিলতার কারণে সুরাট ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ৯টি ইউপিতে নির্বাচনের কথা থাকলেও নির্বাচন হবে ৮টি ইউনিয়নে।

Jhendiah

৮টি ইউনিয়ন পরিষদের এলাকাগুলো ঘুরে দেখা গেছে, সর্বত্র চলছে আলোচনা-সমালোচনার ঝড়। প্রার্থীদের প্রতীক, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নগুলোর অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানসহ মাঠ-ঘাট। সকাল থেকে শুরু করে গভীররাত পর্যন্ত চলছে প্রার্থীদের মাইকিং।

সাধারণ ভোটররা জানান, মডেল ইউনিয়ন, রাস্তাঘাট উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সদস্য পদে ১৮৫ জন এবং নারী ইউপি সদস্য পদে ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৭ মে ৮৫ টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

আরও পড়ুন