নওগাঁর একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নার্গিস
নওগাঁ জেলার ১১টি উপজেলায় ৯৯টি ইউনিয়ন পরিষদ রয়েছে। আর এ ৯৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে একটিতে রয়েছে নারী চেয়ারম্যান প্রার্থী। জেলার সাপাহার উপজেলা সদর ইউপিতে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নার্গিস সরকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
আগামী ৭ মে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদর ইউপিতে একই পদে আওয়ামী লীগ প্রার্থী আকবর আলী এবং বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী বেনূ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাপাহার উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি নার্গিস সরকার। তিনি বাংলাদেশ ব্যাংকের (আইএমএসএমই) একজন সক্রিয় সদস্য, সাপাহারে অবস্থিত এনএন সরকার এগ্রো লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, সরকার মাস্টার ওয়েল মিলের পরিচালক ও বিশিষ্ট নারী উদ্যোক্তা।
নার্গিস সরকার জানান, শিক্ষাজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। দেশ সেবার কাজে নিজেকে ব্রত রাখার জন্যই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এবার নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে মননোয়ন না দেওয়ায় স্বতন্ত্র পদে নির্বাচন করছেন। নির্বাচিত হলে শাসক নয় জনগণের সেবক হয়ে কাজ করবেন তিনি। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।
সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধূরী জানান, নার্গিস সরকার দলীয় একটি পদে ছিলেন। বিদ্রোহী হয়ে নির্বাচন করায় তাকে সংগঠনের বিধান মোতাবেক বহিষ্কার করা হয়েছে। তবে বিদ্রোহী হয়ে নির্বাচন করায় ভোটে কোনো রকম প্রভাব পড়বেনা। আমরা আশাবাদী যে ব্যাপক ভোটে বিজয়ী হবো।
আব্বাস আলী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি