বখাটের ছুরিকাঘাতে মেয়ের তিন ভাই আহত
নওগাঁয় প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় দাখিল ফলপ্রার্থী শাকিলা আকতারের তিন ভাইকে ছুরিকাঘাত করেছে উত্ত্যক্তকারী শফিকুল ইসলাম সুইট নামে এক যুবক। এ ঘটনায় উত্যক্তকারী শফিকুল ইসলাম সুইটকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
আটককৃত শফিকুল ইসলাম উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র গ্রামের হারেজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে মেয়ের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে শফিকুল ইসলামসহ তার দুই বন্ধু নয়ন (২০) ও তাজকে (২১) আসামি করে মান্দা থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়িক্ষেত্র গ্রামের হারেজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি শফিকুল ইসলাম সুইট পাশের গ্রাম দক্ষিণ পারইলের আলাউদ্দিন সরদারের মেয়ে শাকিলা আকতারকে প্রায় রাস্তাঘাটে যাওয়া আসার সময় উত্যক্ত করত। শফিকুল ইসলাম মঙ্গলবার রাতে শাকিলা আকতারের বাবার মোবাইলে ফোন করে বিভিন্ন ধরনের কটুকথা বলতে থাকে।
শাকিলা আকতার রাতেই শফিকুল ইসলামকে বাড়ির পাশে দেখা করতে বলে। রাতেই শফিকুল ইসলাম তার দুই বন্ধুকে নিয়ে দেখা করতে আসে। এসময় শাকিলা আকতারের সঙ্গে কথা বলার এক পর্যায়ে শফিকুল ইসলাম উত্তেজিত হয়ে উঠে এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়। এতে শাকিলার তিন চাচাতো ভাই এগিয়ে গেলে শফিকুল ইসলাম ছুরি দিয়ে তাদের মারাত্মকভাবে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে শফিকুল ইসলামকে আটক করলেও তার দুই বন্ধু নয়ন ও তাজ পালিয়ে যায়। রাতেই শফিকুল ইসলামকে পুলিশে সোপর্দ করা হয়। এবং আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মেয়ের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। বখাটে শফিকুল ইসলাম ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছে।
তিন আরো জানান, দুপুরে আটক শফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আব্বাস আলী/এফএ/পিআর