নাটোরে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার : আটক ৪
প্রতীকী ছবি
নাটোরের ইয়াছিনপুর রেল স্টেশন এলাকা থেকে আব্দুর রাজ্জাক ব্যাপারী নামে এক যুবলীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহত রাজ্জাক সদর উপজেলার তেবারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও আব্দুল মতিন ব্যাপারীর ছেলে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল ও নিহতের পরিবার জানান, ইয়াছিনপুর রেল স্টেশনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাবসায়ীক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি