ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালুখালীতে ৩৬৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ০২:৫৩ এএম, ০৪ মে ২০১৬

৫ম দফা ইউপি নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭ ইউনিয়নে ৩৬৪ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

রতনদিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মেহেদী হাসিনা পারভীন নিলুফা, বিএনপির কাজী এনামুল হক টোকন, স্বতন্ত্র আলিউজ্জামান চৌধুরী টিটু ও আবুল কাসেম মন্ডল। এছাড়া এ ইউপিতে ১১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৮ জন সাধারণ সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছে।

মাজবাড়ী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী কাজী শরিফুল ইসলাম ও বিএনপির সাইদুল ইসলাম শাহিন। এছাড়া এ ইউপিতে ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩১ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

কালিকাপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান নবাব ও বিএনপির অ্যাড.আসাদুজ্জামান আসাদ ও স্বতন্ত্র রজব আলী। এছাড়া এ ইউপিতে ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোয়ালিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শেখ মো. শের আলী, বিএনপির আব্দুর রহমান মন্ডল, স্বতন্ত্র আবুল হাসেম, সাইফুল্লাহ, জয়নাল আবেদীন ও আব্দুর রহমান। এছাড়া এ ইউপিতে ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৭ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

মৃগী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. শহিদুজাজামান সাগর, বিএনপির মুনতাজ উদ্দিন শিকদার, জাসদের আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র সরদার আহসান, শহিদুল ইসলাম ও বদর উদ্দিন সরদার। এছাড়া এ ইউপিতে ১১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে।

সাওরাইল ইউপিতে আওয়ামী লীগের শহিদুল ইসলাম আলী, বিএনপির আনিছুর রহমান, জাতীয় পার্টির এসএম আশরাফ আলী, স্বতন্ত্র বেলী খাতুন, আব্দুর রহমান খান, আব্দুল কাদের, গোলাম সরোয়ার ও রকিবুল ইসলাম আকমল। এছাড়া এ ইউপিতে ১২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৪ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মদাপুরে ইউপিতে আওয়ামী লীগের আবুল কালাম মৃধা, বিএনপির আব্দুল কুদ্দুস ফকির ও স্বতন্ত্র লোকমান হোসেন। এছাড়া এ ইউপিতে ৫ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৩ জন সাধারণ সদস্য তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মদাপুরের সংরক্ষিত ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মুর্শিদা পারভীনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন বৈধ হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রুবেলুর রহমান/এসএস/এমএস

আরও পড়ুন