ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

প্রকাশিত: ০৩:০৬ এএম, ০৬ মে ২০১৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবিদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৪০টি মোটরসাইকেলের চাবি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভদ্রবিলা বাজারে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী আবিদুর রহমান আচরণবিধি লঙ্ঘন করে শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী শো-ডাউন দিচ্ছিলেন। শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ভদ্রবিলা বাজারে পৌঁছানোর পর ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আচরণবিধি ভঙ্গের দায়ে ওই চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ৪০টি মোটরসাইকেলের চাবি জব্দ করেন।

উল্লেখ্য , আগামী ৭ মে চতুর্থ ধাপে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাফিজুল নিলু/এসএস/পিআর

আরও পড়ুন