ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরশুরামের আহত ইউএনওকে দেখতে হাসপাতালে নৌমন্ত্রী

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ মে ২০১৬

ফেনীর পরশুরামে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারকে দেখতে হাসপাতালে গিয়েছেলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

শুক্রবার বিকেলে ফেনী সদর হাসপাতালে তাকে দেখতে যান মন্ত্রী।

এর আগে শুক্রবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পরশুরামের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ফেনীর জেলা প্রশাসক আমিনুল আহসান ইউএনও এইচ এম রকিব হায়দারকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুল করিম জানান উপজেলা নির্বাহী কর্মকর্তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে  আঘাত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পর দুপুরে তিনজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন, পরশুরাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ সভাপতি ও বর্তমান শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা পারভেজ, এবং রাশেদুল হাসান রাশু।

জহিরুল হক মিলু/এআরএ/এমএস

আরও পড়ুন