ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশাশুনিতে বাঁধ ভেঙে হাজার মানুষ পানিবন্দী

প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৮ মে ২০১৬

সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রামের হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভেসে গেছে চার শতাধিক মৎস্য ঘের। রোববার ভোরে উপজেলার প্রতাপনগর ইউপি কোলা এলাকায় এ ঘটনা ঘটে।

জোয়ারের পানির চাপে প্রায় তিনশ` ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। সকালের মধ্যেই প্রতাপনগর ইউপির কোলা, হিজলদী ও শ্রীউলা ইউপি মাড়িয়ালা, হাজরাখালি ও কলিমাখালি গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়রা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই বাঁধটি নদী গর্ভে ধসে পড়ে। প্রায় এক হাজর পরিবার পানিবন্দী ও চার শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই একের পর এক বাঁধ ধসে পড়ার ঘটনা ঘটে মানুষের ক্ষয়-ক্ষতি হচ্ছে। বার বার বলা হলেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয় না।  

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা ছাকিল জানান, স্থানীয় উদ্যোগে বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে। সংস্কার করতে না পারলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।

আকরামুল ইসলাম/এসএস/এমএস

আরও পড়ুন