ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে অবৈধ ড্রিমপার্ক উচ্ছেদ

প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৮ মে ২০১৬

নোয়াখালীর মাইজদীর বড় দীঘির পাশে সরকারি জায়গায় স্থাপিত অবৈধ পৌর ড্রিমপার্ক গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

Noakhali-park-pic

এ সময় জায়গাটির মালিক নোয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কিউ এম শাহজালাল মজুমদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর দাস জানান, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপিত পার্কটি সম্পূর্ণ বেআইনি বিধায় তা অপসারণ করা হচ্ছে।

Noakhali--Park

২০১৪ সালের ডিসেম্বরে আলিফ ডেভেলপার প্রোপ্রাটিজ কোম্পানি শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও বৈশাখী মেলা প্রাঙ্গণে সরকারি জায়গা দখলে নিয়ে বাণিজ্যিক ড্রিম পার্কের নির্মাণ কাজ শুরু করে। এর বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠে জেলার নাগরিক সমাজ। এ নিয়ে গত ১২ এপ্রিল হাইকোর্ট পার্কের কাজ বন্ধ রাখতে তিন মাসের স্থগিতাদেশ ও রুল জারি করেন।

Noakhali-Park-Pic

Noakhali-park

মিজানুর রহমান/এসএস/আরআইপি

আরও পড়ুন