হাত কাটা অবস্থায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের চার দিন পর হাত কাটা অবস্থায় আসিক নামে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভুরারবাড়ী এলাকায় সুবর্ণখালী নদীর পাড়ের জঙ্গলের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হত্যায় জড়িত সন্দেহে ভুরারবাড়ী এলাকার বাবলু সরকার ও তার ছেলে সবুজ মিয়াকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভাধীন ভুরারবাড়ী এলাকার হতদরিদ্র নুরুল ইসলামের শিশু ছেলে আসিক (৯) বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রোববার সকালে বাড়ির পাশে সুবর্ণখালী নদীর ব্রিজের নিচে জঙ্গলের ভেতর থেকে পচাঁ দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন দেখতে পায়। মরদেহের ডান হাত কাটা ও শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করলেও শিশুটির ডান হাত টুকরো করা অংশটি খোঁজে পাওয়া যায়নি। পরে আসিকের হত্যায় জড়িত সন্দেহে একই এলাকার বাবলু সরকার ও তার ছেলে সবুজ মিয়াকে অটক করা হয়েছে। আসিক স্থানীয় অ্যাকটিভ কিন্ডার গার্ডেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, শিশু আসিক হত্যার কারণ জানা যায়নি। তবে সন্দেহজনক ভাবে দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেয়া হয়েছে।
শুভ্র মেহেদী/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে