চুয়াডাঙ্গায় ভারতীয় রিভলবার ও ফেনসিডিল উদ্ধার
ফাইল ছবি
চুয়াডাঙ্গার সদর উপজেলার নিমতলা সীমান্ত থেকে একটি ভারতীয় রিভলবার ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সোমবার ভোরে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমতলা সীমান্তের একটি ঝোপে ওৎ পেতে ছিল। এ সময় ভারত থেকে আসা দুইজন দুষ্কৃতিকারীকে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় তারা একটি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে একটি ভারতীয় রিভলবার ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/এসএস/এমএস