ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দ্রীয় কারাগারে নড়াইলের সেই ২ জল্লাদ

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৯ মে ২০১৬

মানবতাবিরোধী মামলায় গ্রেফতার নড়াইলের কুখ্যাত দুই জল্লাদ আব্দুল ওহাব (৭৫) ও ওমর আলী শেখকে (৬৫) সোমবার নড়াইল কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। নড়াইলের কারাগারের জেলার একে এম মাছুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল ওহাবকে  (৮০) ২০১৫ সালের ১০ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে এবং ওমর আলী শেখকে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ আটক করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপটুটি কমান্ডার এসএ মতিন জানান, মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ে তৎকালীণ মহকুমা পিচ কমিটির চেয়ারম্যান কুখ্যাত রাজাকার মাওলানা সোলায়মানের নির্দেশে জল্লাদ আব্দুল ওহাব এবং ওমর শেখ স্বাধীনতাকামী মানুষদের চিত্রা নদীর সাবেক মুন্সেফ আদালত সংলগ্ন (বর্তমানে জজ আদালত) লঞ্চ ঘাটের পল্টুনের ওপর নিয়ে জবাই করে নদীতে ফেলে দিত।

হাফিজুল নিলু/এফএ/এমএস

আরও পড়ুন