নীলফামারীতে সেনা সদস্যকে মারধর : ইউপি চেয়ারম্যান কারাগারে
নীলফামারীতে সেনা সদস্যকে মারধর ও চাঁদাবাজী মামলার আসামি ইউপি চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন জানালেন বিচারক আকরাম হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিকো আহমেদ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ষষ্ঠ দফায় ইউপি নির্বাচনের ওই ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ১২ অক্টোবর সকালে কাপ্তাই সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার মফিজুর রহমান বদলি হয়ে সৈয়দপুর সেনানিবাস সদর দফতরের ২২২ পদাতিক ব্রিগেডে যোগদানের জন্য আসেন। সকালে তিনি বাস থেকে নেমে নিজের ব্যবহৃত মালামালের পার্সেল উত্তোলনের জন্য শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ ওই পার্সেল অফিসে অপেক্ষা করছিলেন। পরে পার্সেলের গাড়িটি আসতে দেরি হওয়ায় তিনি ইউপি চেয়ারম্যান জিকো আহমেদের সৈয়দপুর রেস্ট হাউসের একটি কক্ষ ভাড়া নেন।
এসময় ইউপি চেয়ারম্যানসহ ৮/১০ জনের একটি দল পর্যায়ক্রমে সেনা সদস্যের কক্ষে গিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ৮ হাজার ৭শ টাকা ছিনতাই করেন। ওই সময় মফিজুর সেনা সদস্য পরিচয় দিয়েও রক্ষা পাননি। উল্টো তাকে মারধরসহ হত্যার হুমকী দিয়ে আরো ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ এসে সেনা সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় সেনা সদস্য মফিজুর নিজে বাদী হয়ে ঘটনার পরদিন কামারপুকুর ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থেকে ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ পলাতক থাকলেও মামলার অন্যান্য আসামিরা জামিনে রয়েছেন।
জাহেদুল ইসলাম/এফএ/এবিএস