ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে পাসপোর্ট অফিসে ৩ দালালকে জরিমানা

প্রকাশিত: ১১:১৭ এএম, ১০ মে ২০১৬

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টরেট মো. মাসউদ পারভেজ মজুমদার এ জরিমানা করেন।

জরিমানাকৃতরা হলেন, জিয়ানগরের ভবানীপুর এলাকার ইলিয়াস হোসাইন (৪০), শহরের দক্ষিণ মাছিমপুর এলাকার সাব্বির শেখ (২৮) ও শেখ বাড়ি এলাকার সামছুল হক শেখ (৩০)।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) হাচনাইন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৩ দালালকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

হাসান মামুন/এফএ/এমএস

আরও পড়ুন