লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইউছুফ নামে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হন। মঙ্গলবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ইউছুফ বশিকপুর ইউনিয়নের বাসিন্দা আলী আকবরের ছেলে। তিনি সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে জানা গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর, রাজীব কর, কনস্ট্রেবল মুসলিম ও শ্রাবণ। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, সন্ত্রাসী লাদেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউছুফকে ঢাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তার তথ্য মতে, অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে সন্ত্রাসী ইউছুফ নিহত ও ৪ পুলিশ সদস্য আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কাজল কায়েস/এসএস/এমএস