ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রকাশিত: ০৭:৪২ এএম, ১১ মে ২০১৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝালকাঠিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বুধবার সকাল ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, মনোযোগ দিয়ে লেখা পড়া করলে পরীক্ষায় ভাল ফলাফল করা যায়। ভাল ফলাফল করতে হলে মন দিয়ে পড়তে হবে।

ভিডিও কনফারেন্সের শুরুতে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের বিষয়ে বক্তব্য প্রদান করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তিনি এসএসসি ও সমমানের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষাবোর্ডের ৮ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড এর ১০ জন বোর্ড চেয়ারম্যানের কাছে ফলাফল হস্তান্তর করেন।

ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন ও পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার।

jhalakati-vdo

মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র বিশ্বাস, সুগন্ধা পৌর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা রানি মন্ডল, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া ইসলাম নুভা ও ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থী আল মাহদী বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তিসহ শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, শিক্ষা কর্মকর্তা, আইনজীবী, রাজনৈতিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

আতিকুর রহমান/এফ/আরআইপি

আরও পড়ুন