রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিকেলে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
মৃত ওই নারী হলেন রিমা বেগম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদের পাঠানো ডেঙ্গু পরিস্থিতির রিপোর্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রিমা ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে রিমার মৃত্যু নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন এক হাজার ১৫২ জন। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন।
মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৮৮ জন রোগী। বর্তমানে আরও ৬০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিগজ্যাগ কসরতে বাইক চালাতে গিয়ে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
- ২ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরে আনন্দ মিছিল
- ৩ সুদানে হামলায় নিহত সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন সম্পন্ন
- ৪ ১৭ বছরে দেশের আইনশৃঙ্খলা-অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে
- ৫ সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন