ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপার এতিমদের প্রতি সাহায্যের আবেদন

প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৩ মে ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা পদমদী প্রতিবন্ধী এতিখানার প্রতি যেন কারো কোনো দায়িত্ব নেই। গত ৩০ মার্চ রাতের কাল বৈশাখী ঝড় এতিমদের যেন আরো মিসকিন করে দিয়েছে। মাথা গোজার শেষ ঠাঁই টুকুও ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়ায়, নিদারুণ কষ্টে কাটছে ৭৩ জন শিক্ষার্থীর দিন।

জানা গেছে, ২০০৬ সালে এলাকাবাসীর সহায়তায় অজপাড়াগাঁয়ে প্রতিবন্ধী ও এতিমদের নিয়ে এতিমখানাটি প্রতিষ্ঠা করেন সমাজ সেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন। ২০০৯ সালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই উদ্বোধন করার পর থেকে ভালই চলছিল তাদের দিন। কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড় তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে।

Jhenidah-etim-khana

সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, বর্তমানে ২৩ জন প্রতিবন্ধী ও ৫০ জন এতিম নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। কিন্তু ঝড়ে টিনের চাল উড়ে যাওয়ায় ও আসবাব পত্রের ক্ষতি হওয়ায় শিক্ষার্থীরা বাইরে ক্লাস করছে।

এসময় তিনি এসব এতিমদের সহায়তার জন্য বিত্তবানদের সাহায্য কামনা করে বলেন, কেউ যদি চান তাহলে, এতিমখানার "যৌথ হিসাব নং ০০২০৮৮৮৮/৭ সোনালী ব্যাংক, শেখপাড়া বাজার শাখা, শৈলকুপা" তে সাহায্য করতে পারেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর

আরও পড়ুন