ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় বজ্রপাতে দুই জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৩ মে ২০১৬

নওগাঁয় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপিনাথপুর ও ধনঞ্জইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নওগাঁর পোরশায় আম কুড়ানোর সময় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (১৪) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে।
 
পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাহাবুব আলম জানান, সকাল ৯টার দিকে উপজেলার হেলিপ্যাড মাঠ সংলগ্ন একটি আম বাগানে ইব্রাহিম আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এদিকে, নওগাঁর মহাদেবপুর মাঠে কাজ করার সময় বজ্রপাতে শচীন মুহূরী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধনঞ্জইল গ্রামের মৃত ভগবান মূহুরীর ছেলে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা জানান, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধনঞ্জইল গ্রামের মাঠে একটি জমিতে কাজ করছিলেন শচীন মুহূরী। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্বাস আলী/এফএ/পিআর

আরও পড়ুন