নারায়ণগঞ্জের সাবেক এমপি এসএম আকরাম মারা গেছেন
এসএম আকরাম
নারায়ণগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এসএম আকরাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসএম আকরামের রাজনৈতিক সহকর্মী ইকবাল কবির জানান, মৃত্যুর আগ পর্যন্ত বর্ষীয়ান এই রাজনীতিবিদ নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল নাগরিক ঐক্য থেকে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের থানার পুকুরপাড় পৈতৃক বাড়ি বাড়ির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর গ্রামের বাড়ি বন্দরের আলীনগর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ