ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪১ এএম, ১৪ মে ২০১৬

দিনাজপুরের বীরগঞ্জে বজ্রপাতে চিত্রা রানী রায় (২৫) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ সময় অপর দল রানী রায় (২৭) নামে আরও এক নারী শ্রমিক আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে।

নিহত চিত্রা রানী রায় বীরগঞ্জ উপজেলার সুন্দরীহাট গাছ গ্রামের পদ্মনাথ রায়ের স্ত্রী। আহত দল রানী রায় একই গ্রামের জতিস চন্দ্র রায়ের স্ত্রী।

১১ নং মরিচা ইউনিয়নের আমেনা-করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন দর্প রায় জানায়, বজ্রপাতে নিহত চিত্রা রানী রায়সহ ১৪ জন ওই এলাকার ভজহরী চক্রবর্তীর জমির ধান কাটছিল।

দুপুর দেড়টার সময় বৃষ্টি নামে। এ সময় ওই স্থানে বজ্রপাত হয়। এতে চিত্রা রানী রায়সহ ৩/৪ জন আহত হয়। এদের মধ্যে চিত্রা রানী রায়ের পুরো শরীর ঝলসে যায়। আহত অবস্থায় তাকে চাকাই হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আহত দল রানী রায় এখনো অজ্ঞান অবস্থায় রয়েছেন।

স্থানীয় মরিচা ইউনিয়নের চেয়ারম্যান বাদশা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

আরও পড়ুন