ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত রাখতে অঙ্গীকার প্রয়োজন : শফিউল আলম

প্রকাশিত: ১১:৩২ এএম, ১৪ মে ২০১৬

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য কৌশল হিসেবে সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত রাখার জন্য ও দেশে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল’ প্রণয়ন করেছে। তাই এ বিষয়টিকে সফল করার লক্ষ্যে সকলের সম্পৃক্ততা, সচেতনতা ও অঙ্গীকার প্রয়োজন।

তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মিডিয়া এ ব্যাপারে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন।

শনিবার সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শ্লোগানে নেত্রকোনায় শুদ্ধাচার কৌশল সংক্রান্ত নেত্রকোনা জেলা প্রশাসকের সন্মেসলন কক্ষে দিনব্যাপী এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন এ সচিব।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারী কর্ম-কমিশনের সদস্য ও সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ সরকারী কর্ম-কমিশন সচিবালয়ের সচিব মো. নূরুন নবী তালুকদার, মন্ত্রীপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমম্বয় ও সংস্কার) এন. এম. জিয়াউল আলম ও ময়মনসিংহ র্যা ঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন।  

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ময়মনমিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, নেত্রকোনা জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খান ও প্রবীণ চিকিৎসক ডা. এম.এ হামিদ খানসহ নেত্রকোনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

কামাল হোসাইন/এফএ/এবিএস

আরও পড়ুন