সরিষাবাড়ীতে ভাগ্নের হাতে মামা খুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভাগ্নের হাতে মামা খুন হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনসুর আলী ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, পাখাডুবি গ্রামের আব্দুল বারেকের ছেলে জাকির হোসেনের (৩৫) সঙ্গে প্রায় চার বছর আগে একই উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকার আব্দুল মান্নানের মেয়ে সাথী বেগমের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাকির এবং সাথীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। দুইজনের কলহের বিষয়টি নিয়ে শনিবার রাতে জাকির এবং সাথীর পরিবারের লোকজন সালিশে বসে।
সালিশ বৈঠকে দোষী সাব্যস্ত হলে জাকিরের মামা মুনসুর আলী (৫৫) জাকিরকে গালাগাল করে। এ ঘটনায় উত্তেজিত হয়ে জাকির হোসেন এবং তার বড় ভাই বাকী হোসেন মামা মুনসুর আলীকে মারপিট করতে থাকে। এক পর্যায়ে মুনসুর আলী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, মুনসুর আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
শুভ্র মেহেদী/এআরএ/পিআর