ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জে নির্বাচনে স্বামী বনাম স্ত্রী

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৭ মে ২০১৬

৫ম দফা ইউপি নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে আগামী ২৮মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মেম্বর পদে স্বামী সিদ্দিকুর রহমান ও স্ত্রী ইসমেতারা বেগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
গোবিন্দগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার আব্দুর রহিম বলেন, নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী সিদ্দিকুর রহমান (টিউবয়েল) ও তার স্ত্রী ইসমেতারা বেগম (ঘুড়ি) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে একই পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া একই পদে স্বামী-স্ত্রী দুইজনেই নিজেদের ভোট প্রার্থনা করছেন। এতে করে ভোটাররা কাকে ভোট দেবেন তাই নিয়ে পড়েছেন মহাবিপাকে। কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষায় ভোটাররা।

উল্লেখ্য, এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ওই দম্পতিসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অমিত দাশ/এফএ/পিআর

আরও পড়ুন