ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিংড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা

প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৭ মে ২০১৬

নাটোরের সিংড়ার লালোর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় নির্বাচনী পোস্টার, লিফলেট ছিঁড়ে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে লালোরের ঢাকডোর গ্রামে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, শুকাশ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, দুপুরে ১০/১২টি মোটরসাইকেলের বহর নিয়ে অতর্কিতভাবে লালোর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল জব্বারের বাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ঘরের ওয়ারড্রবসহ  আসবাবপত্র তছনছ করে। এছাড়া নির্বাচনে ব্যবহৃত পোস্টার এবং লিফলেট ছিড়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এসময় সন্ত্রাসীরা প্রার্থীর খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে ঘরে ঘুমিয়ে থাকা প্রার্থীর নাতিকে জিম্মি করে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
 
বিষয়টি তিনি রিটানিং কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন। এসব ঘটনায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম জানান, তার কোনো নেতাকর্মী বিএনপি প্রার্থীর বাড়িতে হামলা করেনি।

অন্যদিকে, সিংড়ার শুকাশ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশিক ইকবালের প্রচার মাইক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে আগমুরশন কইলা বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশিক ইকবালের পক্ষে প্রচারণার জন্য মাইক বের করা হয়। এসময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল মজিদের ছেলে জার্জিসের নেতৃত্বে প্রচার মাইক ভেঙে ফেলা হয়। এসময় মাইক বহনকারী ভ্যানও খাদে ফেলে দেয় তারা। এছাড়া বিভিন্ন জায়গা পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী হেমন্ত হেনরি কুবি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংশ্লিষ্ট রিটার্নি কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।

রেজাউল করিম রেজা/এআরএ/এবিএস