ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

মি. নুডলসের ভিডিও বানিয়ে জিতে নিন আইফোন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১২ এএম, ৩০ এপ্রিল ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় নুডলস ব্র্যান্ড মি. নুডলস সম্প্রতি চালু করেছে ভোক্তাদের জন্য একটি ব্যতিক্রমী ভিডিও মেকিং প্রতিযোগিতা ‘Mr. Noodles Noodling Vlogs’। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আইফোন, স্মার্ট টিভি, গিম্বল ও বেস্ট বাইয়ের গিফট ভাউচার জিতে নেওয়ার সুযোগ রয়েছে।

অংশগ্রহণ সম্পর্কে তথ্য:

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মি. নুডলস ব্যবহার করে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। ভিডিওটি হতে পারে রান্নার রেসিপি, মজার নাটক, ছোট্ট গল্প, ফানি ভিডিও, ট্রাভেল ভিডিও, বা যে কোনো ধরনের সৃজনশীল ভিডিও। মূল বিষয়বস্তুতে মি. নুডলসের উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

মি. নুডলসের ভিডিও বানিয়ে জিতে নিন আইফোন

ভিডিও অবশ্যই MP4 ফরম্যাটে তৈরি করতে হবে এবং এর সাথে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে মি. নুডলসের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭০৪-১৫১২৫৭) পাঠাতে হবে।

প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন মি. নুডলসের ফেসবুক পেজ

এমআরএম/জেআইএম