নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তির পাচার অর্থে বসছে কর-জরিমানা
প্রতীকী ছবি
জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে নাগরিকত্ব পরিত্যাগ করেছেন—এমন ব্যক্তি বাংলাদেশে অর্জিত আয়ের ওপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে যে অর্থ-সম্পদ পাচার করেছেন তার ওপর কর ও জরিমানা আরোপের পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দিতে পারেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
একই সঙ্গে এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হতে পারে নতুন অর্থবছরে। এলএনজি আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা মিলতে পারে। পাশাপাশি ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকায় এবং জাতীয় সংসদ কার্যকর না থাকায় এবার সংসদে বাজেট উপস্থান করা হবে না। বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে। নতুন অর্থবছরের বাজেটে এসব ঘোষণা দিতে পারেন অর্থ উপদেষ্টা।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর-জিডিপির অনুপাত বৃদ্ধি, দেশীয় শিল্প বিকাশে সহায়তা প্রদান, কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ভ্যাটের হিসাবরক্ষণ পদ্ধতি সহজ করার বিষয়গুলো আগামী বছরের বাজেট প্রণয়নের মূল কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
- অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে
- বাজেটে বাড়তে-কমতে পারে যেসব পণ্যের দাম
- শুল্ক কমছে ১৩৫ পণ্যের, আয়করে বিশেষ সুবিধা পাবেন জুলাইযোদ্ধারা
সূত্রটি জানিয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ-পরবর্তী সময়কালের চ্যালেঞ্জ ও বেশ কয়েক বছর ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন কর্তৃক যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক আরোপ, আমদানি রপ্তানি বাণিজ্যে বিদ্যমান শুল্ক কাঠামো বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে।
আগামী অর্থবছরে বিদ্যমান ছয় স্তরবিশিষ্ট শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নতুন স্তর যুক্ত করা হতে পারে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ১২ স্তরবিশিষ্ট সম্পূরক শুল্ক হারের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্ক হার নির্ধারণ করা হতে পারে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, প্রধান প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং তুলাসহ আরও কিছু শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখা হতে পারে।
আমদানি পণ্যের শুল্ক-কর পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করা হতে পারে।
অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক-কর হ্রাস
পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক-কর হার হ্রাস করা এবং এসব পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন অর্থ উপদেষ্টা। এতে এসব পণ্যের শুল্কায়ন সহজতর হবে এবং সরকারি ও বেসরকারি রিফাইনারির ক্ষেত্রে শুল্কায়নে বিদ্যমান অসুবিধা দূর হবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের ধারাবাহিকতায় পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হতে পারে।
শিল্প খাতে সহায়তা
শিল্পখাতে প্রণোদনা দেওয়ার অংশ হিসেবে সেলফ কপি পেপার উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল কাওলিন ক্লে (Kaolin Clay), ক্যালসিয়াম কার্বোনেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল লাইমস্টোন, শিরিষ কাগজ উৎপাদনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, মুদ্রণ, প্রকাশনা ও ওষুধ শিল্পের মোড়ক হিসেবে ব্যবহৃত ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, ক্রাফট লাইনার পেপার, স্থানীয় ব্রেক প্যাড শিল্পের কাঁচামাল, ক্ষুদ্র ও মাঝারি ট্যানারির জন্য রাসায়নিক এবং সংবাদপত্র শিল্পের জন্য নিউজপ্রিন্টসহ কিছু কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হতে পারে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারির বিভাজক, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশসহ কিছু পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হতে পারে।
ক্যানসার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণ করা হতে পারে। কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা দিয়ে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হতে পারে। এছাড়া পোকামাকড়, কীটনাশক ও দাগমুক্ত ফল উৎপাদনের জন্য ফ্রুট ব্যাগের আমদানিতে শুল্ক হ্রাস করা হতে পারে। কীটনাশক উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানিতে সব ধরনের শুল্ক কর প্রত্যাহার করা হতে পারে।
স্বাস্থ্য-পরিবেশ ও শিশুকল্যাণ
দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের লক্ষ্যে রেফারেল হাসপাতালগুলোর পাশাপাশি ৫০ শয্যার বেশি সব হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হ্রাস করা হতে পারে। স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হতে পারে। এ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্কের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রেয়াতি সুবিধায় আমদানি সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপনটিকে শিল্পবান্ধব করে নতুনভাবে জারির প্রস্তাব করা হতে পারে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক
উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হতে পারে। বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে আগাম কর ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ করা হতে পারে। সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর মেয়াদ সমাপ্তির ১৫ দিনের পরিবর্তে ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান করা হতে পারে।
আরও পড়ুন
এছাড়া বিধি-বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫০ শতংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং ১০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করা হতে পারে। নির্মাণ সংস্থা, যোগানদার, সিএন্ডএফ এজেন্ট কর্তৃক রিটার্ণ দাখিলের মেয়াদ প্রতিমাসের পরিবর্তে ৬ মাস অন্তর অন্তর করা হতে পারে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময়সীমা চার মাসের পরিবর্তে ছয় মাস করা হতে পারে।
বাড়বে ভ্যাটের হার
কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে ‘এম.এস প্রোডাক্ট’ এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে। সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড বা কোটেড পেপারের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হতে পারে।
এছাড়া প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালি সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ, কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা, কৃত্রিশ আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা করা হতে পারে।
ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ এবং তার কাটা ও টোপকাটাসহ বিভিন্ন প্রকারের স্ক্রু, জয়েন্ট (কানেক্টর), নাট, বোল্ট, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ করা হতে পারে।
যেসব ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হতে পারে
এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হতে পারে। এলএনজি আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। পাতা, ফুল বা বাকলের তৈরি প্লেট, বাটিসহ সব ধরনের তৈজসপত্র, হাতে তৈরি মাটির তৈজসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা মিলতে পারে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেট করা তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লিজ রেন্টের ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে।
দ্বিগুণ হবে সিগারেট পেপারের সম্পূরক শুল্ক
বাণিজ্যিক আমদানিকারকের সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশের পরিবর্তে ৩০০ শতাংশ করা হতে পারে। ওটিটি বা ওভার দ্যা টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা দিয়ে তার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। সব ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করা হতে পারে।
এমএএস/এমকেআর
টাইমলাইন
- ০১:৩৫ পিএম, ০৪ জুন ২০২৫ বাজেট অনুমোদন ২২ জুন, মতামত দেওয়া যাবে ১৯ জুন পর্যন্ত
- ০৮:৪৬ এএম, ০৪ জুন ২০২৫ ‘স্থানীয় শিল্পের জন্য চ্যালেঞ্জের বাজেট’
- ০৯:৫৩ পিএম, ০৩ জুন ২০২৫ বাজেটে করপোরেট-ব্যক্তি খাতের করের ওপর অতিমাত্রায় নির্ভর করা হয়েছে
- ০৮:২৫ পিএম, ০৩ জুন ২০২৫ সবাই বলছে বাজেট পুঁজিবাজারবান্ধব, তবু দরপতন
- ০৮:০৩ পিএম, ০৩ জুন ২০২৫ বাজেট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামঞ্জস্যপূর্ণ নয়: সিপিডি
- ০৭:৩৪ পিএম, ০৩ জুন ২০২৫ পাচারের টাকা ফেরানো সহজ নয়: অর্থ উপদেষ্টা
- ০৭:১৮ পিএম, ০৩ জুন ২০২৫ বিএনপির আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া বুধবার
- ০৬:৩৯ পিএম, ০৩ জুন ২০২৫ শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন: সিপিডি
- ০৬:১৬ পিএম, ০৩ জুন ২০২৫ এবারের বাজেট অপচয়-অসংগতি কমানোর: বিদ্যুৎ উপদেষ্টা
- ০৬:০৮ পিএম, ০৩ জুন ২০২৫ করের বোঝা চাপানোর চেষ্টা, করনেট বৃদ্ধি করা অতীব জরুরি
- ০৫:০৬ পিএম, ০৩ জুন ২০২৫ আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি: অর্থ উপদেষ্টা
- ০৪:৩৭ পিএম, ০৩ জুন ২০২৫ সীমিত সম্পদ ও অনেক চাহিদার মধ্যে বাজেট এনেছি
- ০৪:৩১ পিএম, ০৩ জুন ২০২৫ বাজেট বাস্তবসম্মত, সম্পূর্ণ বাস্তবায়ন হবে: পরিকল্পনা উপদেষ্টা
- ০৪:০৯ পিএম, ০৩ জুন ২০২৫ প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানালো বারভিডা
- ০৩:৪৯ পিএম, ০৩ জুন ২০২৫ রেলে বৈদ্যুতিক ট্র্যাকশন প্রবর্তনের উদ্যোগ
- ০৩:৩১ পিএম, ০৩ জুন ২০২৫ চলছে বাজেটোত্তর সংবাদ সম্মেলন
- ০১:০৬ পিএম, ০৩ জুন ২০২৫ পেট্রোবাংলার সাশ্রয় ৬-৮ হাজার কোটি টাকা, শিল্পে গ্যাস বৃদ্ধির আশা
- ১২:৩৭ পিএম, ০৩ জুন ২০২৫ কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক: সিপিডি
- ১২:৩১ পিএম, ০৩ জুন ২০২৫ ব্যবসা প্রতিষ্ঠানে লাভ-লোকসান যাই হোক কর নেবে সরকার
- ১০:১৬ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে দেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি: জামায়াত
- ১০:১২ পিএম, ০২ জুন ২০২৫ প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
- ১০:০৭ পিএম, ০২ জুন ২০২৫ এবারের বাজেটে মানুষকে প্রাধান্য দিয়েছি: অর্থ উপদেষ্টা
- ১০:০৬ পিএম, ০২ জুন ২০২৫ তামাকজাত দ্রব্যের মূল্য আরও বাড়ানো দরকার: বিএনটিটিপি
- ১০:০০ পিএম, ০২ জুন ২০২৫ ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে শঙ্কায় এফআইসিসিআই
- ১০:০০ পিএম, ০২ জুন ২০২৫ শিক্ষা-স্বাস্থ্য-কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক: সিপিডি
- ০৯:৫৫ পিএম, ০২ জুন ২০২৫ সঞ্চয়পত্র থেকে ১২৫০০ কোটি টাকা ঋণ নেবে সরকার
- ০৯:৫২ পিএম, ০২ জুন ২০২৫ জুনে মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমে আসবে, আশা অর্থ উপদেষ্টার
- ০৯:৪৪ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় আনা সংশোধনী শিল্পের জন্য ভালো
- ০৯:৪০ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে জিডিপি প্রবৃদ্ধির আশা সাড়ে ৫ শতাংশ
- ০৯:৩৪ পিএম, ০২ জুন ২০২৫ ২০৩০ সাল পর্যন্ত ই-বাইকে ভ্যাট ছাড়
- ০৯:২৫ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে দুদকের জন্য বরাদ্দ ১৯১ কোটি টাকা
- ০৯:২৪ পিএম, ০২ জুন ২০২৫ লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান সাড়ে ৭ শতাংশ
- ০৯:২২ পিএম, ০২ জুন ২০২৫ মুদ্রাস্ফীতি রোধ করতে গিয়ে মন্দা সৃষ্টির বাজেট: সিপিবি
- ০৯:১৬ পিএম, ০২ জুন ২০২৫ কর কমছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়
- ০৯:০৪ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ার রোডম্যাপ অনুপস্থিত: সেলিম রায়হান
- ০৮:৫৭ পিএম, ০২ জুন ২০২৫ মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান পদক্ষেপ নেই: ঢাকা চেম্বার
- ০৮:৫০ পিএম, ০২ জুন ২০২৫ জ্বালানি তেলে আমদানি শুল্কহার কমছে
- ০৮:৪৯ পিএম, ০২ জুন ২০২৫ কালো টাকাকে বৈধতা দেওয়া অন্তর্বর্তী সরকারের স্ববিরোধিতা: টিআইবি
- ০৮:৪৭ পিএম, ০২ জুন ২০২৫ তরুণ উদ্যোক্তা তৈরিতে বরাদ্দ ১০০ কোটি টাকা
- ০৮:২৯ পিএম, ০২ জুন ২০২৫ ধর্মীয় প্রতিষ্ঠানের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না
- ০৮:১৮ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে বাড়ছে ক্রীড়াঙ্গনের বরাদ্দ
- ০৮:১৬ পিএম, ০২ জুন ২০২৫ কামান-মর্টার-বন্দুকসহ যুদ্ধাস্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার
- ০৮:০০ পিএম, ০২ জুন ২০২৫ ব্যাংকখাত থেকে ১ লাখ ৪ কোটি টাকা নেবে সরকার
- ০৭:৫৫ পিএম, ০২ জুন ২০২৫ বাজেট নিয়ে এনসিপি প্রতিক্রিয়া জানাবে মঙ্গলবার
- ০৭:৫১ পিএম, ০২ জুন ২০২৫ ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ, কোন এলাকায় কত কর
- ০৭:৩৫ পিএম, ০২ জুন ২০২৫ বাড়ছে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম
- ০৭:২৫ পিএম, ০২ জুন ২০২৫ ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য
- ০৭:০৫ পিএম, ০২ জুন ২০২৫ সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ কমেছে ২ কোটি টাকা
- ০৭:০০ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
- ০৬:৫৫ পিএম, ০২ জুন ২০২৫ কৃত্রিম তন্তু ও কটন সুতার কর কেজিতে বাড়ছে ২ টাকা
- ০৬:৫৪ পিএম, ০২ জুন ২০২৫ সুদ পরিশোধেই যাবে এক লাখ ২২ হাজার কোটি টাকা
- ০৬:৫১ পিএম, ০২ জুন ২০২৫ ওষুধ শিল্পের কর অব্যাহতি বহাল
- ০৬:৪৮ পিএম, ০২ জুন ২০২৫ বেসরকারি চাকরিজীবীদের কর রেয়াত সুবিধা বাড়লো
- ০৬:৪৬ পিএম, ০২ জুন ২০২৫ কেয়ারগিভার ও নার্সদের জন্য সুখবর
- ০৬:৪৩ পিএম, ০২ জুন ২০২৫ টিকাদান কর্মসূচিতে বাজেট হাজার কোটি টাকা
- ০৬:৪০ পিএম, ০২ জুন ২০২৫ কমতে পারে জেট ফুয়েলের দাম
- ০৬:৩৭ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে নারীর গৃহস্থালি কাজের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার
- ০৬:৩৩ পিএম, ০২ জুন ২০২৫ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লো ৫০১ কোটি টাকা
- ০৬:৩৩ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৪০ কোটি ৮৫ লাখ টাকা
- ০৬:১২ পিএম, ০২ জুন ২০২৫ কমতে পারে ইন্টারনেটের দাম
- ০৬:১১ পিএম, ০২ জুন ২০২৫ বাড়তি ব্যয় করতে হবে সাজসজ্জা-রূপচর্চায়
- ০৬:১০ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি
- ০৫:৫৩ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে শিক্ষকদের জন্য সুখবর
- ০৫:৪১ পিএম, ০২ জুন ২০২৫ একনজরে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট
- ০৫:৩৮ পিএম, ০২ জুন ২০২৫ বাড়তে পারে এসি-ফ্রিজের দাম
- ০৫:৩৭ পিএম, ০২ জুন ২০২৫ তরল দুধ ও আমদানি করা মাছ-মাংসের দাম কমতে পারে
- ০৫:২৫ পিএম, ০২ জুন ২০২৫ লিপস্টিকের দাম বাড়ছে
- ০৫:২৩ পিএম, ০২ জুন ২০২৫ যেসব পণ্যের দাম কমতে পারে
- ০৫:১৩ পিএম, ০২ জুন ২০২৫ পিপিপি তহবিল হিসেবে ৫ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
- ০৫:০৭ পিএম, ০২ জুন ২০২৫ হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে খরচ কমবে
- ০৫:০৩ পিএম, ০২ জুন ২০২৫ মাখন আমদানিতে থাকছে না রেগুলেটরি ডিউটি
- ০৪:৫৩ পিএম, ০২ জুন ২০২৫ চিনির দাম কমতে পারে
- ০৪:৫১ পিএম, ০২ জুন ২০২৫ আর্থিক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে পতিত সরকার
- ০৪:৫০ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই: খসরু
- ০৪:৪৭ পিএম, ০২ জুন ২০২৫ বৃত্তি পাবে ইবতেদায়ি শিক্ষার্থীরা, বাড়বে এমপিও মাদরাসা
- ০৪:৩৯ পিএম, ০২ জুন ২০২৫ অনলাইনে পণ্য বিক্রয়ে কমিশনের ওপর ভ্যাট ১৫ শতাংশ
- ০৪:৩৮ পিএম, ০২ জুন ২০২৫ বাস-মাইক্রোবাস ও টায়ারের ওপর কর কমলো
- ০৪:৩৫ পিএম, ০২ জুন ২০২৫ ক্রেডিট কার্ড নিতে রিটার্ন জমার বাধ্যবাধকতা থাকছে না
- ০৪:৩২ পিএম, ০২ জুন ২০২৫ বাড়তে পারে ওটিটিতে সিনেমা দেখার খরচ
- ০৪:৩০ পিএম, ০২ জুন ২০২৫ আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব
- ০৪:২৭ পিএম, ০২ জুন ২০২৫ খাদ্য সহায়তা পাবে আরও ৫ লাখ পরিবার
- ০৪:২৬ পিএম, ০২ জুন ২০২৫ দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় ৪ হাজার ১৬৬ কোটি টাকা বরাদ্দ
- ০৪:২৩ পিএম, ০২ জুন ২০২৫ জমি কেনাবেচা ও হস্তান্তর প্রক্রিয়ার খরচ কমবে
- ০৪:১৮ পিএম, ০২ জুন ২০২৫ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১০০ কোটি টাকা বরাদ্দ
- ০৪:১৭ পিএম, ০২ জুন ২০২৫ করমুক্ত আয়সীমা বাড়েনি, নতুনদের ন্যূনতম কর হাজার টাকা
- ০৪:১৬ পিএম, ০২ জুন ২০২৫ তেল-গ্যাস অনুসন্ধানে নিজস্ব উদ্যোগে ৬৯ কূপ খনন করবে সরকার
- ০৪:১১ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে ভ্যাট অব্যাহতিতে যে পরিবর্তন
- ০৪:০৭ পিএম, ০২ জুন ২০২৫ নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ
- ০৩:৫৯ পিএম, ০২ জুন ২০২৫ প্রাথমিকে স্কুল ফিডিংয়ে ২১৬৪ কোটি টাকা বরাদ্দ
- ০৩:৫৬ পিএম, ০২ জুন ২০২৫ ১১০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব
- ০৩:৫৫ পিএম, ০২ জুন ২০২৫ বয়স্ক-বিধবা ভাতা বৃদ্ধির প্রস্তাব
- ০৩:৫৫ পিএম, ০২ জুন ২০২৫ বৈষম্যহীন-টেকসই অর্থনীতি গড়তে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট
- ০৩:৫৪ পিএম, ০২ জুন ২০২৫ এসএমই খাতে ৩ বছরে তৈরি হবে ১৫ হাজার নতুন উদ্যোক্তা
- ০৩:৫৪ পিএম, ০২ জুন ২০২৫ নারী-শিশু খাতে বরাদ্দ কমলো
- ০৩:৫২ পিএম, ০২ জুন ২০২৫ বাড়তে পারে যেসব পণ্যের দাম
- ০৩:৫১ পিএম, ০২ জুন ২০২৫ প্লাস্টিক পণ্যে দ্বিগুণ ভ্যাট প্রস্তাব, বাড়বে দাম
- ০৩:৫১ পিএম, ০২ জুন ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-আহতদের জন্য ৪০৫ কোটি বরাদ্দ
- ০৩:৪৬ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
- ০৩:৪৪ পিএম, ০২ জুন ২০২৫ দাম কমছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের
- ০৩:৪২ পিএম, ০২ জুন ২০২৫ খাদ্য-কৃষিতে বরাদ্দ বাড়ছে
- ০৩:৩৯ পিএম, ০২ জুন ২০২৫ আইসক্রিমপ্রেমীদের জন্য সুখবর
- ০৩:৩৪ পিএম, ০২ জুন ২০২৫ সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়ছে
- ০৩:২৮ পিএম, ০২ জুন ২০২৫ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
- ০৩:২৪ পিএম, ০২ জুন ২০২৫ শিক্ষায় বরাদ্দ ‘সামান্য’ বাড়লো
- ০৩:২৩ পিএম, ০২ জুন ২০২৫ বলপয়েন্ট কলমের দাম কমবে
- ০৩:১৮ পিএম, ০২ জুন ২০২৫ প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমলো প্রায় সাড়ে ৩ হাজার কোটি
- ০৩:১৬ পিএম, ০২ জুন ২০২৫ মাধ্যমিক-কারিগরি-মাদরাসায় বরাদ্দ বেড়েছে, কমলো প্রাথমিকে
- ০৩:০৯ পিএম, ০২ জুন ২০২৫ বাজেটের দিনে ডিএসইতে বাড়লো সূচক-লেনদেন, পতনে সিএসই
- ০৩:০৯ পিএম, ০২ জুন ২০২৫ বাজেট উপস্থাপন করছেন অর্থ উপদেষ্টা
- ০২:০৮ পিএম, ০২ জুন ২০২৫ নির্বাচন কমিশন পাচ্ছে ২৯৫৬ কোটি টাকা, আর কে কত পাবে
- ০৮:৫১ এএম, ০২ জুন ২০২৫ ১৪ জনের হাত ধরে দেশের ৫৪ বাজেট, কার প্রস্তাব কত?
- ০৮:২৯ এএম, ০২ জুন ২০২৫ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা আজ
- ০৩:৩৮ এএম, ০২ জুন ২০২৫ নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তির পাচার অর্থে বসছে কর-জরিমানা
- ১১:২৬ পিএম, ০১ জুন ২০২৫ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হচ্ছে
- ০৬:২৪ পিএম, ০১ জুন ২০২৫ বিকেল ৪টা নয়, ৩টায় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা
- ০৮:৩৮ পিএম, ২৯ মে ২০২৫ বাজেটে বাড়তে-কমতে পারে যেসব পণ্যের দাম