ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ক্ষুধা নিবারণে ইন্সট্যান্ট নুডলস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ জানুয়ারি ২০১৮

মেলায় ঘুরতে ঘুরতে ক্ষুদা লেগেছে কিন্তু বাড়তি দামের ভয়ে খাচ্ছেন না। তাদের জন্য সুখবর। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা ইন্সট্যান্ট নুডলস নিয়ে এসেছে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠান। সাশ্রীয় মূল্যে নুডলস খেয়ে ক্ষুধা নিবারণে খুশি দর্শনার্থীরা। চাহিদা বেশি থাকায় বেচাবিক্রি ভালো, খুশি বিক্রেতারাও।  

মেলা ঘুরে দেখা গেছে, নুডলসের স্টলের সামনে অথবা বিভিন্ন স্থানে দর্শনার্থীরা বসে অথবা দাঁড়িয়ে নুডলস খাচ্ছেন। স্বল্পমূল্য, দ্রুত ও ভরপেট খাওয়া যায় বলে ক্রেতারা ভিড় করছেন এসব স্টলে। ক্ষুধা নিবারণে জনপ্রিয় হয়ে উঠেছে কাপ নুডলস, বোল নুডলস, রান্না করা গরম গরম মজাদার ইন্সট্যান্ট নুডলস। মাত্র ২৫ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে এসব। স্বাস্থ্যসম্মত খাবারের স্বনামধন্য ব্র্যান্ড প্রাণ মিস্টার নুডলস। মেলায় তাৎক্ষণিক খাওয়ার উপযোগী ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। মাসালা, ভেজিটেবল ও চিকেন বিভিন্ন স্বাদের ইন্সট্যান্ট কাপ নুডলস পাওয়া যাচ্ছে এখানে। এক কাপ নুডলসে গরম পানি দিয়ে পাঁচ মিনিট পর খাওয়া যাচ্ছে। 

প্রাণ মিস্টার নুডলস প্যাভিলিয়ন ইনচার্জ মোমিনুল হক বলেন, মেলায় বেশ কয়েকটি স্টলে নুডলস বিক্রি হচ্ছে। এর মধ্যে ৮ নম্বর প্যাভিলিয়নের পাশে পাওয়া যাচ্ছে রেডি কাপ নুডলস। ২৫ থেকে ৪০ টাকায় এটি বিক্রি হচ্ছে। ক্রেতা-দর্শনার্থীদের মধ্যে এর চাহিদা বেশ। একটু গরম পানি দিয়ে ভিজিয়ে সেটা খাওয়া যাচ্ছে। এখানে গরম পানিরও ব্যবস্থা আছে। 

তিনি বলেন, এবারের মেলায় প্রতিদিন প্রায় দুই হাজার কাপ নুডলস বিক্রি হচ্ছে। শুক্র ও শনিবার সেটি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ হাজার কাপে। লক্ষ্যমাত্রা পূরণের খুব কাছাকাছি অবস্থানে আছি আমরা।

jagonews24

মেলায় এসে রেডি কাপ নুডলসের স্বাদ নিতে দেখা যায় সাঈদ ইসলাম নামের এক দর্শনার্থীর। তিনি বলেন, রামপুরা থেকে মেলায় ঘুরতে এসেছি। ঘুরতে ঘুরতে খিদে লেগেছে। এখানে এসে মাত্র ৩৫ টাকায় কাপ নুডলস খেলাম। মেলায় অন্য কোথাও খেতে গেলে দেড় থেকে দুইশ টাকা লাগতো। এমন আয়োজন রাখায় তিনি প্রাণ মিস্টার নুডলস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মেলায় বোল নুডলস নিয়ে এসেছে কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড। মেলায় তাৎক্ষণিক খাওয়ার উপযোগী ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। কোকোলা ফুড প্রোডাক্টসের বিক্রিয়কর্মী জানান, সকালে ভিড় একটু কম থাকে। বিকেল থেকে ভিড় বাড়ে। রাতে এতো ভিড় থাকে যে একটুও অবসর পাওয়া যায় না। সায়লা নামের এক দর্শনার্থী বলেন, দাম কম স্বাদও ভালো। গরম পানি দিয়ে খাওয়া যাচ্ছে। বাড়তি ঝামেলা নেই, তাই ইন্সট্যান্ট নুডলস খাচ্ছি। 

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের নুডলস ব্র্যান্ড ‘চপস্টিক’ মেলায় পরিবেশন করছে গরম গরম নুডলস। মেলায় প্যাভিলিয়ন ইনচার্জ সোহাগ বলেন, দর্শনার্থীদের সুবিধার্থে দুটি খাবারের বুথ দিয়েছে স্কয়ার। এখান থেকে ৩০ টাকা মূল্যে নুডলস খেতে পারবেন ক্রেতা-দর্শনার্থীরা। বিক্রিও ভালো। 

এসআই/এমএআর/আরআইপি

আরও পড়ুন