ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ভোগান্তি কমাতে ঢেলে সাজানো হচ্ছে ওটিসি মার্কেট

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ভোগান্তি কমাতে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে ওটিসি মার্কেটে থাকা কোম্পানিগুলো মূল মার্কেটে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, সিকিউরিটিজ আইন পরিপালন করায় ১২টি কোম্পানিকে ইতোমধ্যে মূল মার্কেটে আনা হয়েছে। বাকি কোম্পানিগুলো মূল মার্কেটে ফিনিয়ে আনার প্রক্রিয়া চলছে।

মুহিত বলেন, শেয়ারহোল্ডারদের সুবিধার জন্য ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ৬৬টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তবে মূল মার্কেটে আসতে হলে অবশ্যই কোম্পানিগুলোকে আইন পরিপালন করতে হবে। কোম্পানির আর্থিক স্বচ্ছলতা এবং সিকিউরিটিজ আইন পরিপালন করলেই মূল মার্কেটে আসতে পারবে কোম্পানিগুলো। আইন পরিপালন করানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা, উৎপাদন বন্ধ থাকা, স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি ফি পরিশোধ না করাসহ নানা কারণে কোম্পানিগুলোকে ২০০৯ সালের পর বিভিন্ন সময়ে ওটিসি মার্কেটে পাঠানো হয়। কিন্তু জটিল লেনদেন প্রক্রিয়ার কারণে ওই বাজারে শেয়ারের কেনাবেচা হয় না বললেই চলে। ছোটো মূলধনের কোম্পানিগুলোর তালিকাভুক্তির জন্য এ বাজারের জন্ম হলেও নতুন কোনো কোম্পানি এ বাজারে আসেনি। বরং মূল মার্কেটে কিছু মন্দ কোম্পানিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এখানে পাঠানো হয়।

এসআই/এসকেডি/পিআর