ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

সিটি ব্যাংকের শেয়ার কিনবে আইএফসি

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের শেয়ার কিনবে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)। আইএফসির সঙ্গে এ সংক্রান্ত চুক্তির অনুমোদন করেছে সিটি ব্যাংক। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইস) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী সিটি ব্যাংকের সাড়ে চার কোটি শেয়ার ২৮ টাকা ৩০ পয়সা দরে কিনবে আইএফসি। এ শেয়ার ক্রয়ের ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ মালিকানা ধারণ করবে প্রতিষ্ঠানটি। ১০ টাকা ফেস ভেল্যুর সঙ্গে ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়ামসহ ২৮ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকটির ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ২৩১টি শেয়ার কিনতে আইএফসির ব্যয় হবে ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫৩৭ টাকা।

তবে এসব বিষয় কার্যকর করার আগে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অুমোদন লাগবে বলে সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়াও, বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা আইএফসি সিটি ব্যাংককে ২ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। এ ঋণ সাধারণ শেয়ারে রুপান্তর যোগ্য। এ ঋণের সুদের হার হবে লল্ডন আন্তঃব্যাংক সুদ হারের (লাইবর) চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ বেশি। এ ঋণের মেয়াদ হবে ৩ বছর।

আইএফসি চাইলে পুরো ঋণ অথবা এর অংশ বিশেষকে সাধারণ শেয়ারে ২৮ টাকা ৩০ পয়সা দরে রূপান্তর করতে পারবে। আইএফসির সঙ্গে চুক্তি সংক্রান্ত বিষয়সমূহ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট হল নির্ধারণ করা হয়েছে আগামী ২ মার্চ।

এসআই/এআরএস/পিআর