বাণিজ্যমেলায় কিয়ামের প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। দিন যত গড়াচ্ছে ততই ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে মেলায়। বেড়েছে বেচাকেনা, ফলে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। তবে, প্রতিবারই মেলায় কিছু স্টল ও প্যাভিলিয়নে ক্রেতা-দর্শনার্থীর ভিড় থাকে। এবার কিয়ামের প্যাভিলিয়নে তেমনি ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কিয়ামের পণ্যে তেমন ছাড় দেওয়া না হলেও কিছু পণ্যে রয়েছে আকর্ষণীয় উপহার।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে কিয়ামের প্যাভিলিয়নে এমনই চিত্র দেখা যায়।

কিয়ামের বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, কিয়ামের স্পেশাল অফার এক সেট (ফ্রাইপ্যান, কড়াই, মিল্ক প্যান) ৩ হাজার ৮০০ টাকা, প্রেসার কুকার (দেড় লিটার) ১ হাজার ২৯০ টাকা, হটপট ৪৫০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা, ফ্রাইপ্যান ৭৪০ টাকা থেকে ১ হাজার ৫২০ টাকা, হাড়ি-পাতিল ১৫০ টাকা থেকে ১ হাজার ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন>> বাণিজ্যমেলায় তার্কিশ প্যাভিলিয়নে মুগ্ধ ক্রেতা-দর্শনার্থীরা
আয়েশা সিদ্দিকা তানহা নামে এক ক্রেতা জানান, বাণিজ্যমেলায় বাবা-মায়ের সঙ্গে কেনাকাটা করতে ও ঘুরতে এসেছি। গতবছর বাণিজ্যমেলায় আসা হয়নি। ঢাকার আগারগাঁওয়ে বাণিজ্যমেলায় যেরকম জমকালো ছিল। পূর্বাচলে সেরকম দেখা যাচ্ছে না। কিয়ামের শোরুমে এসেছি, কিছু জিনিসপত্র কিনবো। কিয়ামের প্রত্যেকটি পণ্য আমার খুব ভালো লাগে।

কিয়ামের সেলস এক্সিকিউটিভ সাইদুল ইসলাম জানান, কিয়ামের প্রতিটি পণ্য দীর্ঘস্থায়ী। তাই মূল্যছাড় ছাড়াই আমাদের বিক্রি ভালো হচ্ছে। গতবারের তুলনায় এবার ক্রেতার সাড়া বেশি পাচ্ছি। আশা করছি, আগামী দিনগুলোতে আমাদের কেনাবেচা আরও বাড়বে।
আরও পড়ুন>> বাণিজ্যমেলায় দুরন্ত বাইসাইকেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
এবারের মেলায় বাংলাদেশ ছাড়া ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, নেপালসহ ১২টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। মেলায় ১৭টি বিদেশিপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় দেশ-বিদেশের মোট ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন রয়েছে। গতবার এ সংখ্যা ছিল ২২৫টি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে মেলার টিকিট কেনা যাবে।
আরও পড়ুন>> বাণিজ্যমেলায় ছাড় ছাড়াই জমজমাট ব্রেক্সি ফেব্রিক্স
রাশেদুল ইসলাম রাজু/এমএএইচ/এএসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ৬ মাসে ব্যয় মাত্র ৪২ হাজার কোটি, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
- ২ মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন
- ৩ বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
- ৪ অ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টে অংশ নেবে ৩৮ বাংলাদেশি প্রতিষ্ঠান
- ৫ শক্তিশালী তামাক কর নীতি না থাকায় রাজস্ব ফাঁকি দিচ্ছে কোম্পানিগুলো