বাণিজ্যমেলায় ছাড় ছাড়াই জমজমাট ব্রেক্সি ফেব্রিক্স
চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। দিন দিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা।
মেলায় বিভিন্ন স্টলে শোভা পেয়েছে নানা সামগ্রী। আবার এসব পণ্যে মিলছে বিশেষ ছাড়। তবে ব্যতিক্রম চোখে পড়ে বেক্সি ফেব্রিক্সে স্টলে। মেলা উপলক্ষে কোনো ছাড় না থাকলেও স্টলটিতে বাহারি রঙের জামা-কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারা।
রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাণিজ্যমেলায় বেক্সি ফেব্রিক্সের স্টলে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জানা যায়, বেক্সি ফেব্রিক্সে লুঙ্গি ৩৯০ টাকা থেকে দুই হাজার ৩৫৫ টাকা, থ্রি-পিস এক হাজার ২৫০ টাকা থেকে তিন হাজার চারশ টাকা, ছাপা গজ কাপড় ১৪০ টাকা থেকে দুইশ টাকা, এক কালার গজ কাপড় ১২৬ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডে বিশেষ ছাড়
সায়মা আক্তার লিমা নামে এক ক্রেতা বলেন, বাণিজ্যমেলায় প্যাভিলিয়নের ভেতর অনেক দোকান ঘুরে দেখেছি। বেক্সি ফেব্রিক্সের পণ্যগুলো একদাম হলেও আমার খুব পছন্দের। মেয়ের জন্য ছাপা গজ কাপড় কিনেছি।
সাইদুল ভূঁইয়া নামে এক ক্রেতা জানান, বাণিজ্যমেলায় বন্ধুদের সঙ্গে এসেছি। আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। স্টলটিতে ঢুকতেই আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি দেখে আমার খুব পছন্দ হয়। একটি লুঙ্গি কিনেছি এখান থেকে।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় কোরিয়ান হারবাল কসমেটিকসে আকর্ষণীয় ছাড়
বেক্সি ফেব্রিক্সের ইনচার্জ মো. জাকারিয়া বলেন, গত বছরও বাণিজ্যমেলায় আমরা স্টল নিয়েছি। এ বছর তুলনামূলকভাবে ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছি। বন্ধের দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের চাপ বেশি। একদামে বিক্রয় করা হলেও আমাদের পণ্যগুলো ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে। আশা করছি, এবার আমাদের ভালো বেচাবিক্রি হবে।
আরও পড়ুন: বাণিজ্যমেলায় হাইটেকের ফার্নিচারে ১৫ শতাংশ ছাড়
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বাণিজ্যমেলা। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত চলবে। এবারে মেলার প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। অনলাইনে ৫০ শতাংশ ডিসকাউন্টে টিকিট কেনা যাবে।
রাশেদুল ইসলাম রাজু/আরএডি/জেআইএম