ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

উত্থান ধারায় শেয়ারবাজার

প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৭ মে ২০১৬

আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও দেশের শেয়ারবাজারে সূচকে উত্থান ধারা অব্যাহত রয়েছে। সূচকের সঙ্গে উভয় বাজারে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দরও।

বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা; যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৮ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

share

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯৮৩ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭১ পয়েন্টে, সিএসপিআই সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩২০ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকা। সিএসইতে মোট ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত আছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

এসআই/এনএফ/এমএস

আরও পড়ুন