ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৭৫৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৪৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৬ জুন ২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছেন ৪৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছয়জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে।

বোর্ডগুলোর দেওয়া তথ্যমতে, প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, রাজশাহীতে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লায় ২ হাজার ৪২৮ জন, যশোরে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩০ জন, সিলেটে ৮২৪ জন, বরিশালে ১ হাজার ২৯ জন, দিনাজপুরে ১ হাজার ২৯১ জন, ময়মনসিংহে ৮৮০ জন।

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৭৫৯ পরীক্ষার্থী, বহিষ্কার ৪৩

মাদরাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৫০ জন পরীক্ষায় অংশ নেননি। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিতি মাদরাসা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এএএইচ/এমএএইচ/জেআইএম