এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ
ফাইল ছবি
সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ পরীক্ষার ফলাফল আজ (রোববার) প্রকাশ করা হবে। রাত ৮টার মধ্যে এ ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, এটিইও নিয়োগ পরীক্ষার ফল প্রস্তুত। যে কোনো মুহূর্তে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রাত ৮টার মধ্যেই প্রার্থীরা ফল পাবেন।
এর আগে ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এটিইও নিয়োগ পরীক্ষা হয়। ঢাকার ৫১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নেওয়া হবে। এর বিপরীতে প্রায় এক লাখ প্রার্থী এ পরীক্ষায় নেন।
এএএইচ/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান