শিক্ষকদের বাড়িভাড়া বাড়লেও চিকিৎসাভাতা-বোনাস আগের মতোই
টানা আন্দোলনের মুখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হলেও চিকিৎসাভাতা ও উৎসবভাতা (বোনাস) আগের মতোই থাকছে। অর্থাৎ চিকিৎসাভাতা ৫০০ টাকা ও উৎসবভাতা মূল বেতনের ওপর ৫০ শতাংশ (শিক্ষক -কর্মচারী উভয়ই) হারে পাবেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেখানে আপাতত বাড়িভাড়া ১৫ শতাংশ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর চিকিৎসাভাতা ও উৎসবভাতা আগের মতোই রাখা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িভাড়া ছাড়া অন্য সব ভাতা আপাতত আগের মতোই থাকছে। পরবর্তীতে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
এর আগে মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে ১৫ শতাংশ বাড়িভাড়ার সিদ্ধান্তে ঐকমত্য হয় উভয়পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়।
আরও পড়ুন
বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত
১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে এ সম্মতি দেওয়া হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়।
সম্মতিপত্রে উল্লেখ করা হয়, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থবছরের ১ জুলাই (২০২৬ সালের) থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ১৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।
টানা ১০ দিনের আন্দোলনের মুখে সরকার ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হওয়ায় খুশি শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতিতে এটিকে বিজয় হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস