১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, ২১ অক্টোবর ২০২৫
বাড়িভাড়া বাড়ানোসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান/ফাইল ছবি

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে সম্মতি মিলেছে। এতে খুশি শিক্ষকরাও। শিগগির তারা শর্তসাপেক্ষে আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ১৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্তে ঐক্যমত হয় উভয়পক্ষ। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতিপত্র দেওয়া হয়।

jagonews24

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা চিঠিতে এ সম্মতি দেওয়া হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

সম্মতিপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। আর আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে। সবমিলিয়ে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন
শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দেওয়া হবে দুই ধাপে 
জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার 

এদিকে, টানা ১০ দিনের আন্দোলনের মুখে সরকার ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে সম্মত হওয়ায় খুশি শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন। তবে সার্বিক পরিস্থিতিতে এটিকে বিজয় হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।

সচিবালয় থেকে বেরিয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষক নেতারা আলোচনা করবেন। এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত তারা সেখানে জানাবেন।

দুইজন শিক্ষক নেতা জাগো নিউজকে জানিয়েছেন, আজ দুপুরেই তারা আন্দোলন স্থগিত করবেন। তবে কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে। শিক্ষকরা আজই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল বুধবার থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে যাবেন।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।