ঢাবি অধিভুক্ত সাত কলেজের ফল বিপর্যয় সমাধানের দাবি
ফলাফল বিপর্যয়ের বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সমাধানের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে বলেন, ২০১২-১৩ সেশনের চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৮০-৯০ ভাগ শিক্ষার্থী ফেল করেছে। গণহারে এ ফেল কোনোভাবেই কাম্য নয়।
তারা বলেন, এ ফল বিপর্যয়ের বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। খাতার সঠিক মূল্যায়নের আবেদন করেও কোনো সাড়া পাইনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি ফলাফল বিপর্যয় সমাধানে দ্রুত পদক্ষেপ নেন।
মানববন্ধনেপরীক্ষাল উত্তরপত্রের যথাযথ পুনঃমূল্যায়ন, পুনঃবিবেচনা করে শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির সুযোগ ও ১০ দিনের মধ্যে ফলাফল বিপর্যয়ের সমাধানের দাবি জানানো হয়।
আসিফুর ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান