চট্টগ্রাম বোর্ডে গণিতে অনুপস্থিত সাড়ে ৩ হাজার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার ৬৯৬ শিক্ষার্থী বৃহস্পতিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
চট্টগ্রাম বোর্ড সূত্রে জানা গেছে, এ বোর্ডে ২২৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৯১ হাজার ৩৯২ জন। আজকের গণিত পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ৬৯৬ জন। সে হিসেবে গণিত পরিক্ষায় অনুপস্থিত ছিল তিন হাজার ৬৯৬ শিক্ষার্থী।
এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বান্দরবান জেলায় এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আবু আজাদ/এমএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত, রোববার থেকে পরীক্ষা
- ২ আন্দোলন করা অসংখ্য প্রাথমিক শিক্ষককে ভিন্ন জেলায় বদলি
- ৩ পরীক্ষা না নেওয়ায় প্রাথমিক শিক্ষকের মাথা ফাটালেন অভিভাবকরা
- ৪ অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে নতুন শর্ত, তৃতীয় বিভাগ থাকলেই অযোগ্য
- ৫ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার, অংশ নিলো ৬০ প্রতিষ্ঠান