ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৩ জুলাই ২০২৩

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে ন্যাশনাল স্টিম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত) অলিম্পিয়াড শুরু হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে এ অলিম্পিয়াডের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। এ অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের প্রায় এক হাজার শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অলিম্পিয়াডে অংশ নিতে এ পর্যন্ত ১৮ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ অলিম্পিয়াডের কার্যক্রম চলবে। অক্টোবরে সেরা উদ্ভাবক ও প্রতিযোগীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড শুরু

অলিম্পিয়াডের স্তর ও সেগমেন্ট
এ স্টিম অলিম্পিয়াডের ছয়টি স্তর। প্রথম স্তরে রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি, দ্বিতীয় স্তরে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি শিক্ষার্থীরা অংশ নেবেন। অন্যান্য স্তরে কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেবেন।

অলিম্পিয়াডের সেগমেন্ট আটটি৷ সেগুলো হলো-আইসিটি এবং ডিজিটাল সিকিউরিটি, ব্লকচেইন এবং ক্লাউড কম্পিউটিং, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং ক্রাফট; এআই, রোবোটিকস এবং বিগ ডাটা; বিজ্ঞান, গণিত, টেকনোলজি। এবারের এ স্টিম অলিম্পিয়াডে প্রজেক্ট এবং কুইজ ভিত্তিক প্রতযোগিতা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও আইটেসারেক্টেরের উদ্যোগে দেশব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সদস্য কৃষ্ণা রানী সরকার।

অলিম্পিয়াড সংক্রান্ত সব তথ্য পেতে এ লিংকে লগইন করতে হবে।

এএএইচ/এমআইএইচএস/জেআইএম