পাওয়া যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের কবিতা’

সম্প্রতি প্রকাশিত হয়েছে গণ-অভ্যুত্থানের কবিতা সংকলন ‘জুলাই গণ-অভ্যুত্থানের কবিতা’। বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। সংকলনের প্রধান সম্পাদক বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। সংকলনটি সম্পাদনা করেছেন কবি রওশন আরা মুক্তা এবং হাসান রোবায়েত। পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে।
২৩ জুলাই সকালে বাংলা একাডেমির ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সেখানে সংকলনে স্থান পাওয়া কবিদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সংকলনে অর্বাক আদিত্য, আতিদ তুর্য, আবু আফজাল সালেহ, আলতাফ শাহনেওয়াজ, আসমা সুলতানা শাপলা, আহমেদ স্বপন মাহমুদ, ঋজু রেজওয়ান, এমরান কবির, কাজল শাহনেওয়াজ, কাজী নাসির মামুন, চঞ্চল আশরাফ, জব্বার আল নাঈম, জাকারিয়া জাহাঙ্গীর, জাকির আবু জাফর, জাহাঙ্গীর ফিরোজ, টোকন ঠাকুর, তুষার কবির, নওশাদ জামিল, নকিব মুকশি, পরাগ রিছিল, পলিয়ার ওয়াহিদ, ফরহাদ মজহার, ফেরদৌস মাহমুদ, মজিদ মাহমুদ, মাসুদ খান, মাহী ফ্লোরা, মিঠুন রাকসাম, মীম মিজান, ম্রিতোষ তত্রাচ, রওশন আরা মুক্তা, রকিব লিখন, রফিকুজ্জামান রণি, রহমান হেনরী, রহিমা আখতার কল্পনা, রাসেল রায়হান, রিশি কাব্য, রুম্মানা জান্নাত, রুহুল মাহফুজ জয়, শহীদুল্লাহ ফরায়জী, শামশাম তাজিল, শামসেত তাবরেজী, শামীম হুসাইন, শাহাবুদ্দীন নাগরী, সাইয়েদ জামিল, সানাউল্লাহ সাগর, সালাহ উদ্দিন শুভ্র, সালাহউদ্দীন জাহাঙ্গীর, সালেহীন শিপ্রা, সেলিম রেজা নিউটন, সোহেল হাসান গালিব, হাসান রোবায়েত এবং হাসান হাফিজ প্রমুখ ২০০ কবির কবিতা স্থান পেয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসইউ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন